OMG : হাফ কেজির স্থানে সোয়া চার কেজির!
কলকাতা টাইমস :
দেশে আমের মৌসুম শুরু হয়েছে। এ দেশে সাধারণত বড় আকৃতির আমের ওজন গড়পড়তায় আধা কেজির মতো হয়ে থাকে। সেখানে সোয়া চার কেজি ওজনের এক আম ফলিয়ে রীতিমতো বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন কলম্বিয়ার দুই কৃষক।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ সম্প্রতি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, কলম্বিয়ার গুয়াইয়াতা এলাকায় জার্মা অরল্যান্দো নোভোয়া বারেরা এবং রেইনা মারি মারোকির বাগানে ধরেছে ৪ কেজি ২৫০ গ্রাম ওজনের প্রকাণ্ড একটি আম।
এর আগে বিশ্বের সবচেয়ে ভারী আমের বিশ্বরেকর্ড ছিল ফিলিপাইনের। ২০০৯ সালে দেশটিতে ৩ কেজি ৪৩৫ গ্রাম ওজনের একটি বিশাল আম পাওয়া গিয়েছিল। কিন্তু একযুগ পর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন কলম্বিয়ান কৃষকরা।
অন্য সময়ের মতো এবারও জার্মা ও রেইনার গাছে বেশ আম ধরেছে। কিন্তু একদিন তারা খেয়াল করেন, এর মধ্যে একটি আম অন্যগুলোর তুলনায় অনেক বেশি বড় হয়ে উঠছে।