কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার: কাজ হারানোর পথে আইসিসির সিইও
কলকাতা টাইমসঃ
তাড়িয়ে দেওয়ার আগে মন্মানের সঙ্গে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হতে পারে আইসিসির সিইও মানু সাহনিকে। প্রসঙ্গত, গত ১০ মার্চ তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। সাহনির বিরুদ্ধে আইসিসিসির কর্মচারীদের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে দুর্ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
সিঙ্গাপুরে তার পূর্ববর্তী কর্মস্থলেও এমন অভিযোগ শোনা গিয়েছিল। দুবাইয়ে আইসিসির কার্যালয়ের প্রায় ৯০ শতাংশ কর্মচারী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে তদন্তে উঠে এসেছে।মূলত প্রাইস ওয়াটার হাউস কুপার্সের তদন্তের পর তাকে পাকাপাকি ভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। সূত্রের খবর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আইসিসির গভর্নিং বডির টেলিকনফারেন্সে মানু সাহনিকে তার পদ ছাড়তে বলা হবে।