January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular বিনোদন রোজনামচা

দুর্ঘটনা নাকি আত্মহত্যা, ভাবাচ্ছে চিন্ময় রায়-এর আঘাত  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস 

শনিবার সন্ধেয় গলফগ্রিনে নিজের ফ্ল্যাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় অভিনেতা চিন্ময় রায়কে। সূত্রের খবর, প্রতিবেশীরাই অভিনেতাকে উদ্ধার করে মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। যদিও ছেলের দাবিতাঁর বাবা ছাদে হাঁটতে গিয়েছিলেনসেখান থেকেই অসাবধানতাবশত পড়ে যান। পুলিশের ধন্দতিনি কি আত্মহত্যা করতে গিয়েছিলেনগত  গন্ধটা সবার কাছে সন্দেহজনক ঠেকে তারপরেই|   

সূত্রের খবরঅভিনেতা গলফগ্রিনের একটি বিল্ডিংয়ে থাকেনতারই ছাদ থেকে পড়ে গিয়েছেন। এটি আত্মহত্যানেহাতই দুর্ঘটনানাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিস।

এদিকে হাসপাতাল সূত্রে খবরঅভিনেতা চিন্ময় রায়ের আঘাত গুরুতর। তাঁর মাথাহাত ও পায়ে একাধিক আঘাত লেগেছে। তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে অভিনেতার জ্ঞান রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

খবর অনুযায়ীঅভিনেতা চিন্ময় রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কা এখনও কাটেনি। তবে ভেন্টিলেশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাঁকে। এই মুহূর্তে তিনি অর্থপেডিক ও নিউরোসার্জনএর অধীনে রয়েছেন। পাহাতের হাড় ভেঙেছে। শিরদাঁড়াতেও গুরুতর চোট লেগেছেতবে তা ভেঙেছে কিনা এখনও নিশ্চিত নয়। আঘাত গুরুতর হওয়ায় অভিনেতার মাথায় পনেরোটি সেলাই পড়েছে৷ এছাড়াও ঘাড়ে চোট রয়েছে তাঁর৷ গত রাতে সিটিস্ক্যান করা হয় অভিনেতার৷ রিপোর্টে ইন্টারনাল আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি৷

Related Posts

Leave a Reply