November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ফোর্বসের মতে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

গত মরশুমে কোন শিরোপা জেতা হয়নি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। লিগ চ্যাম্পিয়নসিপিটাও হাতছাড়া করেছে হোসে মরিনহোর শিষ্যরা। কিন্তু এমন বাজে পারফর্মেন্স সত্ত্বেও তাদের ব্র্যান্ডমূল্য এখনও ফুটবল ক্লাবগুলোর মধ্যে শীর্ষে।

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের স্থান দখল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটির বর্তমান বাজার মূল্য ৩.১৬ বিলিয়ন পাউন্ড, যা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবকেও পেছনে ফেলেছে। তবে সবচেয়ে দামি ক্রীড়া দলের তালিকায় তাদের অবস্থান ২ নম্বরে। প্রথম স্থানে রয়েছে আমেরিকান ফুটবলের দল ‘ডালাস কাউবয়েজ’, যার বাজার মূল্য ৩.৬৭ বিলিয়ন পাউন্ড।

দেখে নেওয়া যাক ফোর্বসের তৈরী সেরা দশ – 

১। ডালাস কাউবয়েজ (আমেরিকান ফুটবল)- ৩.৬৭ বিলিয়ন
২। ম্যানচেস্টার ইউনাইটেড (ফুটবল)- ৩.১৬ বিলিয়ন
৩। রিয়াল মাদ্রিদ (ফুটবল)- ৩.১৪ বিলিয়ন
৪। বার্সেলোনা (ফুটবল)- ৩.১১ বিলিয়ন
৫। নিউইয়র্ক ইয়াঙ্কিস (বেসবল)- ৩.০৭ বিলিয়ন
৬। নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস (আমেরিকান ফুটবল)- ২.৮৪ বিলিয়ন
৭। নিউইয়র্ক নিকস (বাস্কেটবল)- ২.৭৬ বিলিয়ন
৮। লস অ্যাঞ্জেলস ল্যাকার্স (বাস্কেটবল)- ২.৫৩ বিলিয়ন
৯। নিউইয়র্ক জায়ান্টস (আমেরিকান ফুটবল)- ২.৫৩ বিলিয়ন
১০। গোল্ডেন স্টেট (বাস্কেটবল)- ২.৩৮ বিলিয়ন

 

Related Posts

Leave a Reply