গাভাস্কারের মতে কোহলির প্রয়োজন পরবে ধোনিকে
কলকাতা টাইমসঃ
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ধোনির। ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই তিনি। যে কারণে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন ধোনি। কিন্তু সুনীল গাভাসকারমনে করেন, ২০১৯ বিশ্বকাপের দলে এম এস ধোনিকে অবশ্যই চাই।
প্রাক্তন এই ভারত অধিনায়কের মতে, ধোনিকে দরকার কোহলিরই। ধোনি থাকলে কোহলিই লাভবান হবে। ফিল্ডার সাজানোর ক্ষেত্রে অধিনায়ককে পরামর্শ দিতে, বোলারদের উদ্বুদ্ধ করতে ধোনির জুড়ি মেলা ভার। এই গুণগুলোর জন্যই বিশ্বকাপের দলে ধোনিকে প্রয়োজন, বলেছেন গাভাসকার।
তাঁর কথায়, ‘বিরাটেরই ওকে দরকার। এ নিয়ে কোন সন্দেহ নেই। মাঠে ফিল্ডিংয়ে ছোট ছোট পরিবর্তন, বোলারের সঙ্গে হিন্দিতে কথা বলা, ওদেরকে বলা কোথায়, কীরকম বল করতে হবে, এগুলো ধোনি খুব ভাল করে। বিরাটের কাছে এটা বড় প্লাস পয়েন্ট। তাই ধোনিকে বিশ্বকাপের দলে অবশ্যই চাই। গাভাস্কার জানান অধিনায়ক হিসেবে রোহিতের ভাবনাচিন্তা, পরিকল্পনাও দুর্দান্ত। রোহিত আর রাহানে থাকায় বিরাটের আরও সুবিধা হবে। আমার মনে হয়, এই কারণেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ধোনিকে ব্রেক দেওয়া হয়েছে।’