সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় ‘কেন’ প্রশ্ন গোটা বলিউডে

কলকাতা টাইমস :
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা হতবাক করে দিল গোটা বলিউডকে। গোটা বলিউড জুড়েই এই মৃত্যুর পেছনে কেন প্রশ্ন ঘুরছে। বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত মুম্বাইয়ের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছেন। এখনও পর্যন্ত তার আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।
সুশান্ত বলিউডের খুব জনপ্রিয় অভিনেতা ছিলেন। টিভি অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করলেও পরে বলিউডে বেশ খ্যাতি অর্জন করেন। তিনি প্রথমে ‘কিস দেশ মেইন হোগা মেরে দিল’ নামে একটি সিরিয়ালে কাজ করেছিলেন। তবে তিনি একতা কাপুরের সিরিয়াল পবিত্র রিশতা থেকে তিনি জনপ্রিয়তা পান। এর পরে তিনি বলিউডে কাজ যাত্রা শুরু করেন। কায় পো ছে ছবিতে লিড রোল করেন এবং অভিনয়ের প্রশংসাও অর্জন করেন। এর পরে, তিনি বাণী কাপুর এবং পরিণীতি চোপড়ার সাথে খাঁটি দেশি রোম্যান্সে ছিলেন । তবে তিনি সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির ভূমিকায় অভিনয় করে। এটি সুশান্তের ক্যারিয়ারের প্রথম সিনেমা যেটি একশ কোটির কলেকশনে পা। রাখে ।তাঁর শেষ ছবিটি কেদারনাথ ছিল, যেখানে তিনি সারা আলি খানের বিপরীতে অভিনয় করেন ।