January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার দক্ষিণী নায়িকা সহ একঝাঁক অভিনেত্রী ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো তামিল অভিনেত্রী সঙ্গীতা বালানকে। গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার চেন্নাইয়ের পানাউরের একটি রিসর্টে হানা দেয় পুলিশ। সেখান থেকেই আপত্তিকর অবস্থায় সঙ্গীতাকে পাওয়া যায়। শুধু সঙ্গীতাই নন, ওই রিসোর্ট থেকে দেহ ব্যবসায় যুক্ত আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাঁদের মধ্যে আরও তিনজন অভিনেত্রী রয়েছেন বলে জানা গেছে। তবে ওই মধুচক্রের মূল হলেন অভিনেত্রী সঙ্গীতা বালানই।

পুলিশ সূত্রে জানা গেছে, সঙ্গীতা বালান ছাড়াও তাঁর স্বামী সতীশকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা অল্প বয়সী যুবতীদের সিনেমা ও সিরিয়ালে সুযোগ দেওয়ার টোপ দিয়ে দেহ ব্যবসায় নামাতেন। সতীশ ও সঙ্গীতাকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, সঙ্গীতা বালান তালিম ছবি করুপ্পু রোজা (১৯৯৬)  দিয়ে দক্ষিণীর ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দেন। পরবর্তীকালে ভানি রানি, চেল্লাময় আবল সহ বহু দক্ষিণী টেলি ধারাবাহিকেও অভিনয় করেছেন।

 

Related Posts

Leave a Reply