January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular বিনোদন রোজনামচা

লোলিতা চ্যাটার্জীর মৃত্যুতে  শেষ হলো চার দশকের যুদ্ধের    

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্ক :

পরলোকে গমন করলেন অভিনেত্রী ললিতা চ্যাটার্জি। ৮১ বছর বয়েসে আজ  গতরাতে ২.৩৫ নাগাদ তাঁর মৃত্যুর খবর সামনে আসে। ব্রেন স্ট্রোক হওয়ায় হাসপাতালে মৃত্যু হয়  তাঁকে।

১৯৬৪ সাল থেকে প্রায়  চার দশকেরও বেশি সময় অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন ললিতাদেবী। শুরু বিভাস নামের একটি ছবি দিয়ে। তারপর চলে যান মুম্বইয়ে। ছয় ও সাতের দশকে রাত আন্ধেরি থি, আপ কি কসম, তলাশ, ভিক্টোরিয়া নম্বর ২০৩ ও পুষ্পাঞ্জলির মতো হিন্দি ছবিতে কাজ করেন। সাত ও আটের দশকের অধিকাংশ সময়টাই কাটিয়েছেন বাংলা ছবিতে কাজ করে। উত্তম কুমারের সঙ্গে অনেক ছবিতেই কাজ করেছিলেন । অ্যান্টনি ফিরিঙ্গি, জয়জয়ন্তী, মেমসাব, হার মানা হারের মতো ছবিতে দেখা গেছিল তাঁকে।

২০১৩ সালে গৌতম ঘোষের শূণ্য অঙ্ক ছবির জন্য লাইফটাইম পুরস্কার পেয়েছিলেন ললিতাদেবী। আসছে আবার শবরেও ছিলেন তিনি। শেষ ছবি জোনাকি। কাজ করেছিলেন আসা যাওয়ার মাঝে ছবিতেও।  তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা।

Related Posts

Leave a Reply