অভিনেত্রীকে ৫ বছর ধরে ধর্ষণ, ৩ বার গর্ভপাত: গ্রেফতার প্রাক্তন মন্ত্রী !

কলকাতা টাইমসঃ
অভিনেত্রীকে ৫ বছর ধরে ধর্ষণের অভিযোগের সাথে সাথে অন্তত ৩ বার গর্ভপাতের অভিযোগ উঠলো এআইএডিএমকে-র প্রাক্তন এক মন্ত্রী এম মণিকন্দনের বিরুদ্ধে। মণিকন্দনকে গ্রেফতার করেছে তামিলনাড়ুর পুলিশ। ওই তামিল অভিনেত্রী রাজ্যের প্রাক্তন মন্ত্রী এম মণিকন্দনের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ আনেন।
অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন মণিকন্দন। পরবর্তীকালে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোর করে ৫ বছরে ৩ বার তার গর্ভপাত করানো হয়। অভিনেত্রীর অভিযোগ, এম মণিকন্দনের তরফ থেকে তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। এমনকি তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়েছে।