আদানির দৌড়, আসন টলোমলো আম্বানির
কলকাতা টাইমসঃ
দীর্ঘ ৯ বছর ধরে ভারতের ধনীদের তালিকায় শীর্ষ স্থান দখল করে রয়েছেন রিলায়েন্স গ্রূপ অফ কোম্পানির কর্ণধার মুকেশ আম্বানি। শুধু তাই নয় গত বছর এশিয়ার শীর্ষ ধনীর স্থানটিও দখলে নিতে সক্ষম হন তিনি।এবার ভারতীয় এই ধনকুবেরকে প্রায় নিজের নাগালের মধ্যে এনে ফেলেছেন আরেক ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। আম্বানিকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল এখন কেবল সময়ের অপেক্ষা।
২০২১ সালেই গৌতম আদানির সম্পদ বৃদ্ধি পেয়েছে ৩৩.৮ বিলিয়ন ডলার। অথচ এই সময়ে আম্বানি তার ৩৯৮ মিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন।বিশ্বের ধনীদের তালিকায় এই মুহূর্তে ১৩ ও ১৪ নম্বর স্থানে রয়েছেন আম্বানি ও আদানি। আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৭৬.৩ বিলিয়ন ডলার। আর আদানির মোট সম্পত্তির পরিমাণ ৬৭.৬ বিলিয়ন ডলার। অর্থাৎ রিলায়েন্স কর্ণধারের সঙ্গে আদানির সম্পদের তফাত মাত্র ৮.৭ বিলিয়ন ডলারের।