admit কার্ডে বিকিনি পড়া তরুণীর ছবি, হইচই বিশ্ববিদ্যালয় জুড়ে
নিউজ ডেস্কঃ
বিহারের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বিকিনি পরা তরুণীর ছবিসহ admit কার্ড সরবরাহ করেছে বলে অভিযোগ। এমনকি যার ছবি admit কার্ডে ছিল তা সংশ্লিষ্ট পরীক্ষার্থীর নয়। এই ঘটনায় হইচই শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা নিয়ে। ঘটনাটি ঘটেছে বিহারের ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স বিভাগের যে স্নাতক শিক্ষার্থীকে ওই প্রবেশ পত্র সরবরাহ করা হয়েছিল তিনি নিজের নামে সঠিক ছবিসহ নতুন প্রবেশপত্রের জন্য আবেদন জানিয়েছেন। আজ থেকেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরুর কথা ছিল। শুধু ওই প্রবেশপত্র ইস্যুতে সবার পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।