নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দফতরে আগাম জানিয়ে হামলা !
কলকাতা টাইমসঃ
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দফতরে রীতিমতন আগাম জানিয়ে তারপর ক্রাইস্টচার্চের মসজিদে হামলা চালায় ব্রেন্টন! আজ এই খবর জানিয়েছে সেদেশের প্রভাবশালী দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড। পিএম দফতর জানায়, শুক্রবার হামলার দশ মিনিট আগেই তারা হামলাকারীর পাঠানো একটি ইশতেহার পেয়েছিল।
পিএম দফতর ছাড়াও আরো ৭০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও একই ইশতেহার পাঠানো হয়। তালিকায় রাজনৈতিক নেতা থেকে বিভিন্ন সংবাদমাধ্যমের দফতরও রয়েছে। ব্রেন্টন টারান্ট তার মাথায় লাগানো ক্যামেরা দিয়ে সরাসরি ফেসবুক লাইভ করেছিলেন।