বোঝো কান্ড : ছাদে কাপড় মেলে দেওয়ার লোক চেয়ে বিজ্ঞাপন!
কলকাতা টাইমস :
কিছুদিন আগে সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়ে গেছে একটি বিজ্ঞাপন। তাতে দেখা যাচ্ছে, শুধু ছাদে কাপড় মেলার জন্য লোক চাই। তাও একজন নয়, পাঁচজন। তাদেরকে হতে হবে সাহসীও। আর এতেই তোলপাড় পড়ে গেছে চারদিকে। ঘটনাটি ঘটেছে ভারতের যাদবপুরের। বিজ্ঞাপনটিতে তিনতলার ছাদে কাপড় মেলার জন্য পাঁচজন সাহসী নারী চাওয়া হয়েছে!
সাদা চোখে, এই কাজ বেজায় সহজ। কিন্তু তার জন্য পাঁচজনের প্রয়োজন কীসে? তা-ও আবার ‘সাহসী’ হতে হবে কেন? কাপড় মেলতে তো সাহসী হওয়ার প্রয়োজন হয় না?
বিজ্ঞাপনদাত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিতান্তই বাধ্য হয়ে তিনি এই কাজটি করেছেন। কেননা, তাঁর প্রতিবেশীরা তাঁর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছেন। নানাভাবে বিরক্ত করছেন তাঁকে। বিশেষ করে পরিচারিকাদের ব্যবহার করে তাঁকে উত্ত্যক্ত করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। এরই জবাব দিতে এই ধরনের বিজ্ঞাপন তিনি দিতে বাধ্য হয়েছেন।
তবে তিনি এ-ও বলেন, এই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর থেকে তাঁর বিড়ম্বনা বেড়েছে, কমেনি। কেননা, বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ার পরে তাঁর কাছে একের পর এক ফোন আসছে। তাতে বিরক্তি বাড়ছে।