কোনো রকম খেলাধুলোয় অংশ নিতে পারবে না আফগান মহিলারা: তালিবানি ফতোয়া
কলকাতা টাইমসঃ
ক্রিকেটসহ কোনো ধরনের খেলাধুলায় অংশ নিতে পারবেন না আফগানিস্তানের মহিলারা। এমনটাই ফরমান জারি করলো তালিবান প্রশাসন।তালিবানদের সাংস্কৃতিক কমিশনের সহ অধিকর্তা আহমদুল্লাহ ওয়াসিক জানান, মহিলারা কেন খেলাধুলা করবে? আমি মনে করি, মহিলাদের ক্রিকেট খেলতে দেওয়া উচিত নয়। কারণ তাদের জন্য ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ কিছু নয়। ক্রিকেট খেলতে গিয়ে তারা বেআব্রু হয়ে পড়ে।
তার বক্তব্য, খেলাধুলো করতে গেলে মহিলারা বেপর্দা হয়ে পড়ে, যা ইসলাম অনুমোদন করে না।যদিও পুরুষদের খেলাধুলোয় কোনো আপত্তি নেই বলেও পরিষ্কার জানিয়ে দেয় সেদেশের সদ্য নিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রশাসন।