১০ বছর পর নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন হরভজন সিং
কলকাতা টাইমসঃ
২০০৮ সাল। আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানস বনাম কিংস ইলেভেন ম্যাচ শেষে শ্রীশান্তকে চড় মেরে শিরোনামে উঠে আসেন হরভজন সিং। এক দশক পর সেই ঘটনায় লজ্জিত হতে দেখা গেল তাকে। সতীর্থের গায়ে হাত তোলো যে তার ভুল হয়েছিলো, তা কার্যত স্বীকার করে নিলেন হরভজন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হরভজন সিং নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বলেন, “আমার আর শ্রীশান্তের মধ্যে যা হয়েছিল, সেটা মাঠে হয়েছিল। অনেকেই সেই ঘটনা নিয়ে এখনও অনেক কথা বলেন। আমার জীবনের অতীতে ফিরে গিয়ে যদি কোন কিছু সংশোধন করতে হয় তাহলে অবশ্যই আমি এই বিষয়টি সংশোধন করব। আমার শ্রীশান্তকে চড় মারা উচিত হয়নি। সেটা আমার ভুল হয়েছে এবং আমি তার জন্য ক্ষমাপ্রার্থী। লোকে যাই বলুক, আমি এখনও শ্রীশান্তের ভাইয়ের মতো। ওর স্ত্রী, সন্তানদের প্রতি আমার শুভকামনা সবসময় থাকবে।”