January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

১৪৬ বছর পর উড়ে আসা চিঠির গল্প !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

৪৬ বছর আগে প্যারিস থেকে বেলুনে ওড়ানো একটি চিঠি অস্ট্রেলিয়ায় পাওয়া গেছে। এই চিঠিটি কিভাবে অস্ট্রেলিয়ায় পৌঁছাল তারই খোঁজ করছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল আর্কাইভ। ফ্রাঙ্কো-প্রুসিয়ান যুদ্ধের সময় সময় মাকে উদ্দেশ করে এই চিঠিটি উড়িয়েছিলেন এক সন্তান। ১৮৭০ সালে ফ্রান্সের রাজধানীতে বসবাসকারী এক ব্যক্তি উত্তর ফ্রান্সের নরম্যান্ডিতে তার মাকে উদ্দেশ করে এই চিঠিটি লিখেছিলেন। চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন মা ও তার পরিবার নিরাপদ রয়েছে কিনা?

ন্যাশনাল আর্কাইভ বলছে কীভাবে চিঠিবাহী বেলুনটি এতদূর আসলো সে সম্পর্কে কোনো তথ্যই তাদের কাছে নেই। ন্যাশনাল আর্কাইভের সহকারী মহাপরিচালক লুইস ডয়লি বিবিসিকে বলেছেন, এই চিঠিটি সেই সময়কার ফরাসি ইতিহাস জানার সুযোগ করে দিয়েছে। ফ্রাঙ্কো-প্রুসিয়ান যুদ্ধের সময় ১৮৭০ সালের সেপ্টেম্বর থেকে ১৮৭১ সালের জানুয়ারি পর্যন্ত প্যারিসকে চার মাসের বেশি সময় দখলে রেখেছিল প্রুসিয়ান বাহিনী।

শত্রুপক্ষ সিন নদী দিয়ে যাওয়া টেলিগ্রামের তার কেটে দেওয়ায় প্রায় ২০ লাখ চিঠি গরম বাতাসের বেলুনে করে পাঠানো হয়েছিল। সাবধানতার সঙ্গে ছোট খামে ভরে চিঠিগুলো বেলুনে করে শত্রুপক্ষের ওপর দিয়ে উড়িয়ে দেওয়া হতো। এই চিঠিটির স্ট্যাম্পে দেখা যাচ্ছে ১৮৭০ সালের ৭ ডিসেম্বর এটি পোস্ট করা হয়েছিল। কিভাবে অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছল তা এখনও রহস্য। অস্ট্রেলিয়ান ন্যাশনাল আর্কাইভ খুজে দেখার চেষ্টা করছে অস্ট্রেলিয়ার সাথে এর কোনো যোগাযোগ আছে কিনা বা প্রেরকের কোনো আত্মীয় ব্রিসবেনে বাস করছে কিনা।

Related Posts

Leave a Reply