January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

১৯৮ বছর পরে এলো মাংস খেকো ডাইনোসর 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বার পাওয়া গেলো মাংসখেকো ডাইনোসর। ভয় পাওয়ার কিছু নেই কারণ এই ডাইনোসর জীবিত নয় জীবাশ্ম হয়েই আবিষ্কার হয়েছে। ১৯৮ মিলিয়ন বছর আগের একটি মাংস খেকো ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। উত্তর ইতালিতে বিশালদেহী এ প্রাণিটির বিচরণ ছিল বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। এটির জীবন ও মৃত্যু উভয় ক্ষেত্রেই বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে জানান তাঁরা।

গবেষকরা জানিয়েছেন, ডাইনোসরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট (৭.৫ মিটার), ওজন অন্তত এক টন, যার অর্থ জুরাসিক যুগের প্রথম দিকে বিচরণশীল সর্ববৃহৎ ডাইনোসর ছিল এটি। এর মৃত্যুর ঘটনাটিও উল্লেখযোগ্য।

মৃত্যুর পর ডাইনোসরটির দেহ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় যা একেবারে তল পর্যন্ত ডুবে যায়। জীবাশ্মে পরিণত হওয়ার আগে এর মাংস সেখানে কয়েক মাস ধরে কিংবা কয়েক বছর ধরে সামুদ্রিক প্রাণি দ্বারা সাবাড় হয়েছিল বলে মনে করছেন গবেষকরা।

Related Posts

Leave a Reply