১ এবং ২ এর পর, এবার ৩ সন্তানে ছাড়পত্র দিলো চীন

কলকাতা টাইমসঃ
প্রথমে এক, এরপর দুই, এবার তিন সন্তান নীতির সিদ্ধান্ত নিলো চীন। দীর্ঘদিন ধরেই এই জনবহুল দেশে বয়স্ক মানুষের সংখ্যা ব্যাপক হরে বাড়তে শুরু করেছে। যে কারণে দেশের জনসংখ্যার ভারসাম্য সামাল দিতে দম্পতি পিছু ৩ সন্তান নীতি গ্রহণ করলো বেজিং। আজ সোমবার চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই বৈঠকের নেতৃত্ব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং স্বয়ং।
প্রসঙ্গত, চীনে প্রচলিত ৪০ বছর ধরে চলা এক সন্তান নীতি গ্রহণের পর থেকেই দ্রুত হরে কমতে থাকে জনসংখ্যা। এই নীতি থেকে ২০১৬ সালে বেরিয়ে আসে চীন। সেই থেকে শুরু হয় দুই সন্তান নীতি। এবার সেই সিদ্ধান্ত থেকেও সরে আসার সিদ্ধান্ত নিয়েছে শি জিনপিং সরকার। গত বছর চীনে ১ কোটি ২০ লাখ শিশু জন্ম নিয়েছে। ২০১৬ সালে এই সংখ্যাটা ছিল ১ কোটি ৮০ লাখ। গত ৬১ বছরের ইতিহাসে সেদেশে এমনটা ঘটেনি।