২ বছর পর ভারতে স্বাভাবিক হতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা
কলকাতা টাইমসঃ
প্রায় ২ বছর পর ভারতে স্বাভাবিক হতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। করোনা পরিস্থিতির কারণে আরোপিত হওয়া সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ঘোষণা করলো ভারতীয় বিমান পরিবহন মন্ত্রক। তারা জানিয়েছে, আগামী ২৭ মার্চ থেকেই স্বাভাবিক নিয়মে দেশে আন্তর্জাতিক বিমান ওঠানামা করতে পারবে।
এই সিদ্ধান্তের ফলে ভারত থেকে বিদেশে যাওয়া বা বিদেশ থেকে ভারতে আসার ক্ষেত্রে কোনো যাত্রীবাহী বিমানের ওপর আর কোনো বাধা থাকবে না। করোনার কারণে ২০২০ সালের ২৩ মার্চ থেকে দেশের আন্তর্জাতিক বিমান পরিষেবার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।