February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

দীর্ঘ ২০ বছর পর নাচতে উঠে মঞ্চ মাতিয়ে দিলেন রেখা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

ভানুরেখা গণেশন। দীর্ঘ ২০ বছর ধরে এই অভিনেত্রীকে কখনো স্টেজ পারফর্ম করতে দেখা যায়নি। অবশেষে আইফা ২০১৮’র মঞ্চে নাচলেন তিনি। ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৮ উপলক্ষে যেন তারার মেলা বসেছিল। রেখা থেকে হার্টথ্রব কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর কেউই বাদ ছিলেন না। এঁরা সবাই তাঁদের স্টেজ পারফর্মেন্সের মাধ্যমে আইফা ২০১৮র শেষ রাতটিকে স্মরণীয় করে রাখেন। তবে, এই পারফর্মেন্সের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি ছিল ২০ বছর পর রেখার স্টেজ পারফর্মেন্স। তিনি দেখিয়ে দিলেন, ৬৩ বছরেও একটুও ম্লান হয়ে যাননি তিনি।

রেখা পরেছিলেন একটি হালকা গোলাপি রঙের আনারকলি পোশাক। একদা লাস্যময়ী এই অভিনেত্রী প্রমাণ করে দিলেন, বয়স শুধুই একটি সংখ্যা। বেশ কয়েকটি এভারগ্রিন নাম্বার পরিবেশন করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দেন তিনি। যার মধ্যে ছিল ‘মুকাদ্দার কা সিকান্দার’ ছবির ‘সালাম-ই-ইশক’, ‘উমরাও জান’ ছবির ‘দিল চিজ কেয়া হ্যায়’ এবং ‘মোঘল-ই-আজম’ ছবির ‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’। রেখার প্রায় ২০ মিনিটের এই অনবদ্য পারফর্মেন্স শেষে দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। তারা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে রেখাকে সম্মান জানান।

 

Related Posts

Leave a Reply