দীর্ঘ ২১ বছর মাঠের বাইরে থাকার পর আবারও নির্বাসনের মুখে দক্ষিণ আফ্রিকা
কলকাতা টাইমসঃ
২১ বছর ক্রিকেট থেকে নির্বাসিত ছিলো এই দেশ। দীর্ঘ ২০ বছরের মাথায় আবারো নিষেধাজ্ঞার সংকটের মুখে দক্ষিণ আফ্রিকা। কারণ হিসেবে উঠে আসছে সেদেশের সরকার এবং ক্রিকেট বোর্ডের মধ্যে প্রবল মতবিরোধ। যা আইসিসিকে তাতিয়ে দিচ্ছে নিষেধাজ্ঞা আরোপের দিকে। ক্রিকেট প্রশাসনে সরকারি হস্তক্ষেপ আইসিসির কাছে আইন বিরুদ্ধ। অতীতে একই কারণে জিম্বাবুয়েকে নির্বাসিত করেছিল আইসিসি। বর্তমানটেস্ট অধিনায়ক ডিন এলগার, ওয়ানডে অধিনায়ক তেম্বা বাভুমা এবং টি-টোয়েন্টি অধিনায়ক হেনরিখ ক্লাসেন এক বিবৃতিতে জানান, এই মুহূর্তে আমাদের দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন।
প্রসঙ্গত, ১৯৭০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ২১ বছর বর্ণবৈষম্যের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ১৯৯১ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে তাদের নির্বাসনমুক্ত প্রথম ম্যাচ আজও ক্রিকেটের পাতায় জ্বলজ্বল করছে। আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই আবারো ভয়ানক নিষেধাজ্ঞার সম্ভবনার মুখে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা। যার আশংকা প্রকাশ করে বার্তা দিয়েছেন সেদেশের তিন ফরম্যাটের তিন অধিনায়ক।