৪ মাস পর ক্রিকেটের ময়দানে ফিরে এলো দর্শক !
কলকাতা টাইমসঃ
দীর্ঘ ৪ মাস পর ক্রিকেটের ময়দানে ফিরে এলো দর্শক। ওভাল ক্রিকেট গ্রাউন্ডে সারে এবং মিডলসেক্সের মধ্যে অনুষ্ঠিত হওয়া প্রীতি ম্যাচে গতকাল অর্থাৎ রবিবার দর্শকদের প্রথম মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়। প্রায় পঁচিশ হাজারী গ্যালারিতে মাত্র এক হাজার জনকে খেলা দেখার অনুমতি দেওয়া হয়।
প্রায় চার মাস পর ক্রিকেট মাঠে ফিরতে পেড়ে স্বভাবতই উচ্ছসিত দর্শকরা। মাত্র দুটি স্ট্যান্ড দর্শকদের জন্য নির্দিষ্ট ছিলো। ফাঁকা রাখা হয়েছিল একটি করে সারি। এমনকি দর্শকরা বসেছিলেন দুটি আসনের ব্যবধান রেখে।