৪৩ বছর পর মৃত্যুদণ্ড কার্যকর হবে শ্রীলঙ্কায় ! নিয়োগ করা হলো ২ জন ফাঁসুড়ে
কলকাতা টাইমসঃ
দীর্ঘ ৪৩ বছর পর দেশে ২ জন ফাঁসুড়ে নিয়োগ করলো শ্রীলঙ্কান সরকার। জানা যাচ্ছে, সেদেশের ৪ জন কুখ্যাত মাদক কারবারির বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় তারা। আগামী সপ্তাহ থেকেই ফাঁসুড়েদের প্রশিক্ষণ দেবে কারা দফতর। পাঁচ বছর আগে সেদেশের একমাত্র ফাঁসুড়ে পদত্যাগ করেন। ১৯৭৬ সালের পর থেকে শ্রীলঙ্কায় কোনও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।শ্রীলংকান প্রেসিডেন্ট সিরিসেনা জানাচ্ছেন, মাদক কারবারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতেই মৃত্যুদণ্ড প্রথা আবার চালু করা হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, “আমি মৃত্যু পরোয়ানায় সই করেছি।”
গত ফেব্রুয়ারিতে ফাঁসুড়ে পদের জন্য প্রায় শ’খানেক আবেদন জমা পড়েছিল। এই পদের জন্য বিজ্ঞাপনে বলা হয়, ১৮ থেকে ৪৫ বছর বয়সী শুধুমাত্র শ্রীলঙ্কান পুরুষরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। জানা যাচ্ছে দু’জন মহিলা এবং দু’জন মার্কিন নাগরিকও এই পদের জন্য আবেদন করেছিলেন।