৪৪ বছর পর এমন লজ্জার মুখে পড়লো আর্জেন্টিনা !
কলকাতা টাইমসঃ
বিশ্বকাপের চলতি আসরে অঘটনের শেষ নেই। একের পর এক হোঁচট খাচ্ছে বড় দলগুলো। যার মধ্যে অন্যতম ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনার ৩-০ গোলে হেরে যাওয়া। গতবারের রানার্সআপদের এখন গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে কেবল জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে গ্রুপসঙ্গীদের ম্যাচের ফলের দিকেও।
ইতিহাস বলছে, ১৬ বছর পর গ্রুপপর্বে হারতে চলেছে আর্জেন্টিনা। ২০০২ সালে গ্রুপপর্বের ম্যাচে আর্জেন্টিনা শেষ হেরেছিল। সেবার তিনটি ম্যাচে একটি করে হার-ড্র-জয়ের ফলে গ্রুপপর্ব থেকেই ছিটকে গিয়েছিল আর্জেন্টিনা। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ইতিহাস বলছে, প্রথম দুই ম্যাচে জয় না পাওয়ার এবারের ঘটনা আর্জেন্টিনাকে টেনে নিয়ে যাচ্ছে ৪৪ বছর আগে। এর আগে ১৯৭৪ সালে আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে জিততে পারেনি। মানে, রাশিয়া বিশ্বকাপের আগে ১০টি বিশ্বকাপে এমন লজ্জার মুখে পড়তে হয়নি দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারেনি বিশ্বকাপের অন্যতম ফেভারিট মেসির আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র, পরের ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে লজ্জার হার। তাই শেষ ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে বেশ কিছুটা ব্যাকফুটে থেকেই মাঠে নামবে আর্জেন্টিনা। তাছাড়া নাইজেরিয়ানরাও বাড়তি মনোবল নিয়ে মাঠে নামবে। তাদের কাছে আর্জেন্টিনা আর অপরাজেয় থাকবে না।