November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

অবশেষে ৫২ বছর পর ‘রাজকন্যা’ হলেন ‘লভ চাইল্ড’

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বশেষে বেলজিয়ামের রাজ পরিবারের স্বীকৃতি, অধিকার ও খেতাব পেলেন প্রাক্তন সাবেক রাজা আলবার্ট দ্বিতীয়’র ‘লাভ চাইল্ড’ ডেলফিন বোয়েল। তবে খুব সহজেই মিলছে না এই স্বীকৃতি। বরং দীর্ঘ আইনি লড়াই শেষে তাকে রাজকন্যা উপাধি দিতে রাজ পরিবারকে নির্দেশ দিয়ে বেলজিয়ামের আদালত।

বোয়েলের বর্তমান বয়স ৫২ বছর। কিং আলবার্টের বিবাহবহির্ভূত সম্পর্কের ফলে তার জন্ম হলেও পিতার স্বীকৃতি পাচ্ছিলেন না। এই স্বীকৃতি আদায়ে এক দশকের বেশি সময় ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে আলবার্ট স্বীকার করেন যে, তিনি বোয়েলের বাবা। এরপরই আদালতের এই নির্দেশনা আসল। আদালত রুলিংয়ে বলেছেন, আলবার্টের বৈধ বিবাহের মাধ্যমে জন্ম নেওয়া অন্যান্য সন্তানদের মতো ‘লাভ চাইল্ড’ বোয়েলকেও সমান অধিকার ও উপাধি দিতে হবে।

বোয়েলের মা ব্যারোনেস সিবিলে দে সেইলিস লংশ্যাম্পসের দাবি, রাজা হওয়ার আগে আলবার্টের সঙ্গে তার ১৮ বছরের সম্পর্ক ছিল। ১৯৬৬ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তাদের সম্পর্কের মধ্যে জন্ম হয় বোয়েলের। কন্যার শিশুকালেও পাশে ছিলেন আলবার্ট।

বিষয়টি প্রথম আলোচনায় আসে ১৯৯৯ সালে। ওই বছর আলবার্টের স্ত্রী রানী পাওলা’র অননুমোদিত একটি আত্মজীবনীতে উল্লেখ করা হয় যে, পরনারীর গর্ভে জন্ম নেওয়া এক সন্তানের বাবা আলবার্ট।

এরপর ২০০৫ সালে এক সাক্ষাৎকারে বোয়েল প্রথমবারের মতো দাবি করেন, তার জন্মগত পিতা হচ্ছেন অসুস্থতার কারণে ২০১৩ সালে সিংহাসন ছাড়া কিং আলবার্ট। এরপর শুরু হয় আইনি লড়াই। তাতে বোয়েলের পক্ষে চূড়ান্ত রায় দিলেন আদালত।

এই রায়ে বোয়েল খুব উচ্ছ্বসিত বলে জানালেন তার আইনজীবী মার্ক উটেনডেলে, “এই বিচারিক জয় কখনও বাবার ভালোবাসার অভাব ঘুচাতে পারবে না। তবে এতে ন্যায় বিচারের অনুভূতি পাওয়া গেছে। এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া অনেক সন্তান পিতৃ পরিচয় পাওয়ার ক্ষেত্রে এই রায় থেকে হয়তো প্রেরণা পাবে।”

আদালতের মাধ্যমে রাজ পরিবারের স্বীকৃতি পাওয়ায় বোয়েল ও তার দুই সন্তানের নামের আগে লাগছে রাজকীয় উপাধি ‘স্যাক্সে-কোবার্গ’।

এই রুলিং অনুযায়ী কিং আলবার্টের মৃত্যুর পর তার অন্য তিন সন্তান প্রিন্স লরেন্ত, প্রিন্সেস আসত্রিদ ও বর্তমান রাজা ফিলিপের পাশাপাশি উত্তরাধিকারী হবেন বোয়েলও।

তবে পিতৃ স্বীকৃতি ছাড়া রাজ পরিবারের আর কিছু গ্রহণ করতে চান না বলে জানিয়েছেন বোয়েল। তবে বিচার নির্বাহের খরচ হিসেবে এই কন্যাকে অবশ্যই প্রায় ৩৪ লাখ ইউরো পরিশোধ করতে হবে প্রাক্তন রাজা দ্বিতীয় আলবার্টকে।

Related Posts

Leave a Reply