৬০ বছর পর দুই বন্ধু জানতে পারলেন তারা আসলে আপন ভাই!
৬০ বছর ধরে জনম জনমের বন্ধু তারা। এত বছর পর ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় তারা দুজন একই মায়ের পেটের ভাই। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে! অ্যালান রবিনসন এবং ওয়াল্টার ম্যাকফার্লেন নামের এই দুই বন্ধু ছোটবেলা থেকেই একসঙ্গে খেলা-ধুলা করে বড় হয়েছেন। এমনকি পড়ালেখাও করেছেন একই স্কুলে। তখনও পর্যন্ত তারা তাদের রক্তের সম্পর্ক, সম্পর্কে কিছুই জানত না।
আমেরিকার হাওয়াইতে বসবাসকারী ওয়াল্টার ম্যাকফার্লেন জন্মের পর থেকে জানত না তার বাবার পরিচয়, ম্যাকফার্লেন বাবার নাম তিনি কখনো শুনেনি। এদিকে অ্যালান রবিনসন ছিলেন অন্য একটি পরিবারের পালিত সন্তান।
মানুষের বংশ ইতিহাস সম্পর্কিত এনচেস্ট্রি নামের একটি ওয়েবসাইটের মধ্যমে এই দুই বন্ধু জানতে পারলেন, তারা দুজন আসলে ভাই। ঐ ওয়েবসাইটি এতো বছর পর তাদের ডিএনএ পরীক্ষার মধ্যমে প্রমাণ করে, তারা দুজন একই মায়ের পেটের ভাই। গত ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন ওয়েবসাইটি তাদের এই সু-সংবাদটি দেয়।