৭৭ বছর পর খোঁজ মিললো হারিয়ে যাওয়া বিমানের
কলকাতা টাইমসঃ
৭৭ বছর পর খোঁজ মিললো হারিয়ে যাওয়া বিমানের। হিমালয়ের এক প্রত্যন্ত এলাকায় পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিখোঁজ হওয়াএই বিমানের। ১৯৪৫ সালের প্রথম সপ্তাহে সি-৪৬ বিমানটি দক্ষিণ চীনের কুনমিং থেকে ১৩ যাত্রী নিয়ে ওড়ার পর অরুণাচলের পার্বত্য এলাকায় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়।
একটি অনুসন্ধানী দল এই বিধ্বস্ত বিমান শনাক্ত করেছে। মিশনের প্রধান যুক্তরাষ্ট্রের অভিযাত্রী ক্লেটন কুহলেস জানান, বিমানটির হতভাগ্য এক যাত্রীর সন্তানের অনুরোধের পর এই অনুসন্ধান শুরু করেন তারা। জানা যাচ্ছে, স্থানীয় লিসু জনগোষ্ঠীর একদল গাইড নিয়ে বরফশীতল নদী পেরিয়ে একটি তুষার ঢাকা পর্বত চূড়ায় পৌঁছায়। সেখানে বিমানের ধ্বংসাবশেষ দেখতে পান তারা। পরে বিমানটি শনাক্ত হয়।