প্রায় ১৫০ বছর পর জনসমক্ষে আনা হলো ভ্যানগগের একটি পেন্টিং!
কলকাতা টাইমসঃ
সালটা ১৮৮২। প্রবাদপ্রতিম চিত্রকর ভ্যানগঘের কেরিয়ারের সবে মাত্র শুরু। সেই সময় তার আঁকা একটি ছবি ব্যক্তিগত সংগ্রহে রেখেছিলেন এক ব্যক্তি। সেই ছবিটিই প্রায় ১৪০ বছর পর এবার জনসমক্ষে আনার ব্যবস্থা করা হলো। গতকাল বৃহস্পতিবার থেকে, আমস্টারডাম জাদুঘরে ভিনসেন্ট ভ্যানগঘের এই চিত্রকর্মটি প্রদর্শন করা হচ্ছে।
‘স্টাডি ফর ‘ওয়র্ন আউট’ নামের এই চিত্রকর্মে জ্বরাগ্রস্ত এক বৃদ্ধকে চেয়ারে বসা অবস্থায় দেখা যাচ্ছে। পরবর্তীকালে এই শিল্পীই ‘সানফ্লাওয়ারের’ মতো মাস্টার পিস ছবি আঁকেন। জানা যাচ্ছে, একটি ডাচ পরিবার ১৯১০ সালের দিকে পেন্সিলে আঁকা চিত্রটি ক্রয় করেন। চিত্রটি বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষার পর জানা যায়, এটি প্রবাদপ্রতিম শিল্পীরই আঁকা ছবি।