হচ্ছেটা কি ? ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাসের পর এবার ‘ইয়োলো ফাঙ্গাস’ !
কলকাতা টাইমসঃ
‘মোস্ট নোটিফায়েবল ডিজিজ’ হিসেবে ব্ল্যাক ফাঙ্গাসকে ইতিমধ্যেই চিহ্নিত করে এক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই দেশের অন্তত ১০ টি রাজ্য এই ভয়াবহ আগন্তুককে মহামারী ঘোষণা করেছে। আতংক বহুগুন বাড়িয়ে দিয়েছে এই রোগের ৫৪ শতাংশ মৃত্যু হার। যদিও একদম শুরুতেই চিকিৎসা শুরু করতে পারলে মৃত্যু হার অনেকটাই কমানো যাবে বলে মনে করছেন চিকিৎসকরা।
এরই মধ্যে দিন দুয়েক আগেই বিহারে অন্তত ৪ জন রোগীর মধ্যে পাওয়া গিয়েছে ‘হোয়াইট ফাঙ্গাস’ নামে আরও মারাত্মক ছত্রাকের সংক্রমণ। যার প্রায় পিঠোপিঠিই এবার প্রকাশ্যে এলো ‘ইয়োলো ফাঙ্গাস’ নামে আরও ভয়াবহ এক ছত্রাকের সংক্রমণ। ঘটনাচক্রে এই সংক্রমণের প্রথম রোগী খুঁজে পাওয়া গিয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। আপাতত ওই ব্যক্তির চিকিৎসা চলছে।