যৌন হয়রানির অভিযোগে ১০ বছরের জেল হলো চার্লি পরবর্তী বিশ্বের সেরা কমেডিয়ানের!
কলকাতা টাইমসঃ
মার্কিন সংস্কৃতিতে বিল কসবির প্রভাব এক সময় কতটা জুড়ে ছিল তা বর্ণনা করে শেষ করা যাবে না। শোবিজে তার ক্যারিয়ারের ব্যাপ্তি ৫০ বছরেরও বেশি। ৮১ বছর বয়সী এই কমেডিয়ান এবং ‘দ্য কসবি শো’ তারকা এত পরিমাণ অ্যাওয়ার্ড পেয়েছেন যে একটা ছোট আকারের জাদুঘর তৈরী করে ফেলা যাবে।
২০১৪ সাল থেকে শুরু হয় তার পতন। প্রাক্তন এই টিভি তারকার বিরুদ্ধে আন্দ্রা কনস্টান্ডসহ প্রায় ৬০ জন মহিলা যৌন হয়রানির অভিযোগ তোলেন। মঙ্গলবার এই অভিযোগে তার ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বৃদ্ধ বয়সে এই সাজাকে দেখা হচ্ছে ‘আজীবন জেল’ হিসেবেই। কিন্তু অনেকে এই শাস্তি নিয়েও ক্ষিপ্ত। তাদের দাবি, শাস্তির পরিমাণ অনেক কম হয়ে গেছে।
আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর কোনো প্রতিক্রিয়া জানাননি বিল কসবি। তবে শাস্তি ঘোষণার পর তাকে দেওয়া খেতাব কেড়ে নিয়েছে মার্কিন টেলিভিশন ক্রিটিকস অ্যাসোসিয়েশন। ২০০ এর বেশি টিভি সমালোচক ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি ২০০২ সালে কসবিকে ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়। ইতিহাসে প্রথমবারের মতো কারো পুরস্কার ফিরিয়ে নিল তারা।