মৃত্যুর পর ফায়ার এলেন চা খেতে কিন্তু তারপর আবার
দাফনের সময় বেঁচে ফেরার নজির রয়েছে অনেক। এমনকি কয়েক ঘণ্টা ধরে মর্গে থাকার পরেও বেঁচে ফেরার নজির রয়েছে। এবার ভারতের মধ্যপ্রদেশে ৯৫ বছর বয়সী এক মহিলাকে মৃত ঘোষণার পর অবাক কাণ্ড ঘটেছে।
জানা গেছে, হিরাবাই প্রজাপতি নামে ওই মহিলাকে মৃত ঘোষণা করার পর তার পাড়ায় শোরগোল পড়ে যায়। কিন্তু বুড়ো হাড়েও ভেলকি দেখান তিনি। তার বাড়িতে ডাক্তার এসে মৃত্যুর শংসাপত্রও লিখে যান।
সারা বাড়ি জুড়ে তখন শোকের ছায়া, এমন সময় সবাইকে অবাক করে হাত নাড়লেন হিরাবাই। উঠে বসলেনও।
সবাইকে বললেন, চা খাবেন। স্বাভাবিকভাবেই চা খাওয়ার কিছুক্ষণ পর আবারো অসুস্থ বোধ করলেন। আর তার পরেই চলে গেলেন চিরতরে।