দীর্ঘ ৮ বছর আটকে রাখার পর ১০ টন ওজনের চিঠিপত্র ও পার্সেল প্যালিস্তিনকে ফেরত দিলো ইজরায়েল
কলকাতা টাইমসঃ
দীর্ঘদিন আটকে রাখার পর শেষপর্যন্ত প্যালিস্তিনি প্রাপকদের চিঠিপত্র ও পার্সেল প্যালিস্তিনে প্রবেশ করতে দিলো ইসরায়েল। গত সপ্তাহে এই সব চিঠিপত্র ও পার্সেলপ্যালস্তিনি ডাক বিভাগের হাতে পৌঁছেছে। প্রায় আট বছর ধরে জমতে থাকা এই সমস্ত জিনিসগুলি ইসরায়েলি বাধার কারণে পড়ে ছিলো। বর্তমানে এর ওজন দাঁড়িয়েছে ১০ টন।
সূত্রের খবর, পারিবারিক ছবি, পোস্টকার্ড ও চিঠির সঙ্গে রয়েছে ওষুধ থেকে শুরু করে করে হুইল চেয়ারের মতো পার্সেলও। ১০ টনের চিঠিপত্র ও পার্সেলের যে চালান ফিলিস্তিনি ডাক বিভাগের হাতে দিয়েছে ইসরায়েল তার বহু জিনিসই নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে। ডাক বিভাগের কর্মীরা এসব পার্সেলের সঙ্গে এখন নোট সেঁটে দিচ্ছেন, যাতে লেখা হচ্ছে, ইসরায়েলের কাছ থেকেই সেগুলো ভাঙা বা নষ্ট অবস্থায় এসে পৌঁছেছে। উল্লেখ্য, ইসরায়েল সরাসরিপ্যালস্তিনের ডাক বিভাগের কাছে পাঠানো কোনো চিঠি বা পার্সেল বিলি করে না।