কর্মীর মৃত্যুর পর তার জীবনসঙ্গিনীকে ১২ বছর বেতন দেবে এই সংস্থা
কলকাতা টাইমস :
এটা সর্বজন বিদিত যে গুগল তার কর্মীদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। বিনামূল্যে খাবার এবং ফিটনেস ক্লাস থেকে শুরু করে লন্ড্রি এবং কার পরিষ্কার সুবিধা দিয়ে থাকে। কিন্তু সম্প্রতি গুগল তার কর্মীদের সুযোগ সুবিধার পরিমাণ আরও বাড়িয়েছে বলে জানা গিয়েছে। তারা তার কর্মীদের আত্মীয়স্বজনকে মরণোত্তর বেতন ভাতা দেবার ব্যাপারে ভাবছে।
এই প্রকল্পের অংশ হিসেবে কোন গুগল কর্মী মারা গেলে তার জীবনসঙ্গী ১২ বছর পর্যন্ত বেতন ভাতার অর্ধেক পরিমাণ পাবেন, স্টক বেনেফিট পাবেন এবং তার সন্তানরা ১৯ বছর পর্যন্ত প্রতি মাসে ১০০০ ডলার করে খরচ পাবে। গুগলের মুখপাত্র জানান ‘তারা তাদের কর্মীদের পারিবারিক জীবন সুরক্ষিত করতে চান এবং গুগল তাদের জীবনের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত সচেষ্ট এই ঘোষণা এটিই প্রমাণ করে।’ এতে করে তাদের কর্মীরা নিজ নিজ দায়িত্বে আরও বেশী সুনিপুণ হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।