করোনা মোকাবেলায় ৪০০ কোটি সাহায্যের পর, করোনাতেই প্রাণ দিলেন শতায়ু পার বৃদ্ধ
কলকাতা টাইমসঃ
করোনার বিরুদ্ধে দেশের হাতে তুলে দিয়েছেন প্রায় ৪০৫ কোটি টাকা। কিভাবে? কেবল হেটে, এই অর্থ সংগ্রহ করেছিলেন এক শতায়ু পার করা ব্রিটিশ সৈনিক টম মুর। এবার সেই করোনাই প্রাণ কেড়ে নিলো এই লড়াকু মানুষটির। তার দুই মেয়ে হান্না ও লুসি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন টম মুর। গত সপ্তাহে তার সংক্রমণ ধরা পড়ে। তাকে ব্রিটেনের বেডফোর্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা যাচ্ছে।
ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন এই সদস্য শতবর্ষ পার করেও করোনা রোগীদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের জন্য এক অভিনব উপায় অবলম্বন করেন। কি সেই পন্থা? গত এপ্রিলেই মুর তার শততম উপলক্ষে প্রতিদিন তার বাড়ির বাগানে ১০০ পাক করে হাঁটতে শুরু করেন। সেই ভিডিও আপলোড করে করোনার জন্য সাহায্যের আবেদন করেন তিনি। সেই আবেদনের ভিত্তিতেই প্রায় ৪০০ কোটি টাকা সংগ্রহ করে বিশ্বকে তাক লাগিয়েছেন টম মুর। যে কারণে রানী এলিজাবেথ গত জুলাইয়ে তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।