September 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

বহু চেষ্টার পরেও জুটছে না চাকরি ? এই বাস্তু টিপসগুলোতে সহজে সমাধান 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

হু পরিশ্রমের পরেও অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সমস্যায় পড়েন অনেকেই। স্বপ্নপূরণের আশায় বহু চেষ্টার পরেও অনেক সময়ই শেষ রক্ষা হয় না। চাকরি পাওয়ার ক্ষেত্রেও এমন ঘটনা অনেকের সঙ্গেই ঘটে থাকে। বাস্তুশাস্ত্র বলছে, পরিশ্রমের পাশাপাশি কয়েকটি টিপস মেনে চললে এই সমস্যার সমাধানের সম্ভাবনা রয়েছে।

সেজন্য সম্ভব হলে বাড়ির উত্তরের দেওয়ালে হলুদ রঙ করতে পারেন। পাশাপাশি, বাড়ির উত্তর দেওয়াল ঘেঁসে যাতে কোনো রকমের নোংরা না থাকে সেদিকেও নজর রাখতে হবে। উত্তরের দেওয়াল সংলগ্ন বহু জিনিস থাকলে তা বাড়িতে সমস্যা তৈরি করতে পারে।

উত্তরের দেওয়ালে কোনোভাবেই স্টিলের আলমারি রাখবেন না। বাস্তুশাস্ত্র মতে, স্টিলের আলমারি শুষে নিতে পারে সমস্ত পজিটিভ এনার্জি। তাই কখনো বাড়ির উত্তরের দিকের দেওয়ালের সামনে স্টিলের আলমারি রাখবেন না।

চাকরি সংক্রান্ত যে কোনো বিশেষ দিনে বাড়ির বাইরে পা রাখবার সময় প্রথমে ডান পা বাইরে ফেলে বের হতে পারেন। এমনই টিপস দিচ্ছেন বহু বাস্তুশাস্ত্রবিদ। মনে করা হয় এতে শুভফল পাওয়া যায়।

একটা বড় আয়না বাড়ির যে কোনো স্থানে রাখতে পারেন। এতে পজিটিভ ভাবনা উঠে আসবে। ফলে ক্যারিয়ারে উন্নতি কেউ রুখতে পারবে না।

Related Posts

Leave a Reply