অভিনেত্রী জেরিন খানের পেটে আফটার মেটারনিটি স্ট্রেচ মার্ক !
কলকাতা টাইমসঃ
বলিউডের লাস্যময়ী অভিনেত্রী জেরিন খান। তার শরীর নিয়েই এবার চর্চায় মেতেছেন নেটিজেনরা। শুক্রবার ইনস্টাগ্রামে নিজেই একটি ছবি পোস্ট করেন, সেখানেই দেখা যায়, জেরিনের পেটে ফাটা দাগ বা ‘স্ট্রেচ মার্ক’। এর পরই ট্রোলিং-এর শিকার হন তিনি।
মূলত মাতৃত্বের পরবর্তী সময়ে স্ট্রেচ মার্কস হওয়া স্বাভাবিক। একই সঙ্গে হঠাৎ করে অনেকটা রোগা হয়ে গেলেও এমনটা হয়। জবাবে জেরিন খান জানান, অল্প সময়ের মধ্যে ১৫ কেজি ওজন কমালে শরীরে স্ট্রেচ মার্ক থাকা খুবই স্বাভাবিক। আমি তাদেরই মধ্যে একজন যারা নিজেদের অপূর্ণতাকে প্রদর্শন করতেই পছন্দ করে।