দেশভাগের পর এই প্রথম হিন্দু মন্দির সংরক্ষণের সিদ্ধান্ত নিলো পাকিস্তান
কলকাতা টাইমসঃ
দেশভাগের পর এই প্রথম হিন্দু মন্দির রক্ষনা বেক্ষনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সিয়ালকোট ও পেশোয়ারের দুই বিখ্যাত মন্দির দিয়ে শুরু হবে সেই কাজ। এইভাবে প্রত্যেক বছর দু’তিনটি করে ঐতিহ্যবাহী হিন্দু মন্দির পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানে একটি সার্ভে করে দেখা গেছে, দেশভাগের সময় পাকিস্তানে অন্তত ৪২৮টি হিন্দু মন্দির, যার মধ্যে ৪০৮টি মন্দির খেলনার দোকান, সরকারি অফিস, রেস্তোরাঁ বা স্কুলে পরিণত হয়েছে।
২০১৯ সালের হিসাব বলছে, বর্তমানে পাকিস্তানের সিন্ধে ১১টি মন্দির, পাঞ্জাব প্রদেশে চারটি মন্দির, বালোচিস্তানে তিনটি মন্দির ও খাইবার পাখতুনখোয়ার দুটি মন্দির রয়েছে। সম্প্রতি শিখ তীর্থস্থান দর্শনের জন্য কর্তারপুর করিডর খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে ইমরান খান সরকার। এছাড়া পাক অধিকৃত কাশ্মীরে সারদা পীঠ দর্শনের জন্যও করিডর খুলে দেওয়ার ভাবনা-চিন্তা করছে তারা।