রাজস্থানের পর এবার উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ: আতঙ্কের নাম পঙ্গপাল
কলকাতা টাইমসঃ
রাজস্থানের পর এবার উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের ঘুম কাড়লো পঙ্গপাল। রাসায়নিক স্প্রে এবং ড্রোন নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে এই সমস্ত রাজ্য প্রশাসন। রাজস্থানে ধ্বংসলীলা চালানোর পর পতঙ্গের ঝাঁক এখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহের নির্বাচনী এলাকা বুধনিতে প্রবেশ করেছে। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক আপাতত দাপিয়ে বেড়াচ্ছে।
বিশেষজ্ঞদের অনুমান দ্রুত পঙ্গপাল নিয়ন্ত্রণ করা না গেলে প্রায় ৮ হাজার কোটি টাকার ফসল নষ্ট হতে পারে শুধু মধ্যপ্রদেশে। রাজস্থান থেকে উত্তর প্রদেশের ঝাঁসিতে হানা দেয় এই বিপুল সংখক পঙ্গপাল। জেলা প্রশাসন দমকল বাহিনীকে রাসায়নিক নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।