১ মাস ধরে করোনা আক্রান্তদের সেবা করার পর ধরানো হলো জরিমানার নোটিশ
কলকাতা টাইমসঃ
করোনা আক্রান্তদের বাঁচাতে অবসর নেওয়ার পরও আবার চিকিৎসা সেবায় ফিরে আসেন ডিয়ারড্রে বার নামের এক নার্স। লন্ডনের এনএইচএস নাইটিঙ্গেল নামক ৪ হাজার বেডের এক হাসপাতালের দায়িত্ব দেওয়া হয় তাকে। কাজে যোগ দেওয়ার পর প্রায় ১ মাস ধরে নাওয়া খাওয়া ভুলে সেখানেই পড়ে ছিলেন ৬২ বছরের এই সেবিকা। কিছুদিনের মধ্যেই লন্ডন শহরে হিরোর মর্যাদা পান তিনি। এহেন নিষ্ঠাবান মহিলাকেই কিনা এবার গুনতে হলো জমিমানা!
কিন্তু কেন? তার বিরুদ্ধে অভিযোগ, তিনি হসপিটালের কাছে ক্যানারি ওয়ার্ফে বেআইনি ভাবে তার গাড়িটি দীর্ঘদিন ধরে পার্ক করে রেখেছিলেন। যদিও গাড়ির উইন্ডস্ক্রিনে হসপিটাল কতৃপক্ষের ‘এমার্জেন্সি কর্মী’র স্টিকার মারা ছিল। এরপরও তাকে ১৩০ ইউরো জরিমানা করা হয়। গত শুক্রবার প্রায় মাসখানেক পর তিনি ছুটি পান। গাড়িতে উঠতে গিয়ে দেখেন, সেখানে জরিমানার নোটিশ সাঁটা রয়েছে। ঘটনায় কার্যতই হতাশ এই সেবিকা।