January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

১০ বছর পর মেসি-রোনাল্ডোহীন হবে  এল-ক্ল্যাসিকো!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

০০৭ সালের পর এই প্রথমবারের মত এল ক্ল্যাসিকোতে খেলছেন না লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শনিবার সেভিয়ার বিরুদ্ধে লা লিগার ম্যাচে হাতে আঘাত পাওয়ায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে লিওনেল মেসিকে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ থেকে দলবদল করে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনাল্ডো। আর এই কারণেই দশ বছর পর আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা এল ক্ল্যাসিকো মেসি-রোনাল্ডো বিহীন।

ক্যাম্প ন্যুতে ফিলিপ কুটিনহোর দুই মিনিটে করা গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। এরপর ২৬ মিনিটে মাঠ ছাড়ার আগে ১২ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন মেসি। সেভিয়ার ফ্র্যাংকো ভাজকুয়েজের সাথে ধাক্কা লেগে মেসি মাটিতে পড়ে গেলে ডান হাতে চোট পান। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ না হওয়ায় তাকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। তার জায়গায় বদলী হিসেবে মাঠে নামেন ওসমানে ডেম্বেলে।

এর আগে ফিলিপ কুটিনহোর গোলে ম্যাচের মাত্র ২ মিনিটেই এগিয়ে গিয়েছিলবার্সা। সেই গোলেও সাহায্য করেছিলেন মেসি। পেনাল্টি থেকে ৬৩ মিনিটে লুইস সুয়ারেজ বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন। পাবলো সারাবিয়া ও লুইস মুরিয়েলের গোলে সেভিয়া দুটি গোল পরিশোধ করলেও ইভান রাকিটিচের ভলিতে বার্সা জয় নিশ্চিত করে। টেবিলের তৃতীয় স্থানে থাকা সেভিয়ার বিরুদ্ধে দারুণ এই জয়ে লা লিগায় শীর্ষে উঠে এসেছে কাতালান জায়ান্টরা।

মেসি-রোনাল্ডোর আধিপত্যে যেখানে শুধুমাত্র এল ক্ল্যাসিকোই নয় পুরো লা লিগাই মেতে থাকতো সেখানে এবারের মরসুমে দুই দলের দুই সুপারস্টারের অনুপস্থিতিতে ম্যাচটির আবহ অনেকটাই ফিকে হয়ে যাবে বলে সংশ্লিষ্ঠদের ধারণা। মেসি বার্সেলোনার হয়ে ক্যারিয়ার শুরু করার পর থেকে বার্সা কখনই মেসিকে ছাড়া এল ক্ল্যাসিকো জিততে পারেনি।

 

Related Posts

Leave a Reply