গণধর্ষণের পর ৫ বছরের সন্তান সহ মহিলাকে খালের জলে ছুড়ে ফেললো ধর্ষকরা !

কলকাতা টাইমসঃ
এবার ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো বিহারের বক্সার। এখানে গণধর্ষণের পর ৫ বছরের শিশু সন্তান সহ এক দলিত মহিলাকে ছুড়ে ফেলে দেওয়া হলো খালের জলে। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। জানা যাচ্ছে, বক্সারের ওঝা বারাও গ্রামের বাসিন্দা ওই মহিলাকে ব্যাংকে যাওয়ার পথে ওই মহিলাকে অপহরণ করে দুষ্কৃতীরা। এরপরই ঘটে ওই নারকীয় ঘটনা।
জানা যাচ্ছে, মহিলার চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা তাদের উদ্ধার করলেও শিশুটিকে বাঁচানো যায়নি। গুরুতর অবস্থায় বক্সারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই দলিত মহিলা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় মোট সাতজন জড়িত ছিল বলে তারা জানতে পেরেছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।