রীতিমতো ইন্টারভিউ দিয়ে তারপর পুলিশে চাকরি জুটলো বিড়ালের !
নিউজ ডেস্কঃ
নাম ডোনাট৷ গায়ের রঙ ধূসর৷ রীতিমতো ইন্টারভিউ দিয়ে মিচিগান পুলিশে চাকরিটা পাকা করে ফেললো ছোট্ট এই বিড়াল ছানা৷ বিড়াল ইউনিটেই সার্ভিস দেবেন এই পুলিশ অফিসার৷ ডোনাট এখন মিচিগান পুলিশ বিভাগের নতুন সদস্য৷ তাকে ইন্টারভিউতে তার ডান পা তুলতে বলা হয়৷ তিনি সেই কাজ দক্ষতায় করে দেখান৷ এরপরই তার চাকরি পাকা হয়৷ শুধু তাই নয় আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে তিনি মিচিগান পুলিসে যোগদান করেন৷
যার জায়গায় ডোনাট স্থলাভিষিক্ত হলো সেই বিড়ালটির নাম ছিল ব্যাজেস। হঠাৎই তার ‘ফিলাইন লিউকেমিয়া’ নামক রোগ ধরা পরে। এর পরেই নতুন নিয়োগের সিদ্ধান্ত নেয় কতৃপক্ষ। ‘ফিলাইন লিউকেমিয়া’ বিড়ালের একটি মারণ রোগ৷ যে রোগ খুব ছোঁয়াচে যার মাধ্যমে রোগ দ্রুত ছড়িয়ে যায়৷ পুলিশ জানিয়েছে ব্যাজেসের এই রোগ ধরা পরার পর তারা খুবই দুঃখ পান৷ এরপর ডোনাটকে সেই বিভাগের দায়িত্ব দেওয়া হয়৷ যদিও “ব্যাজেস সবসময়ই তাদের প্রথম প’ফিসার থাকবে৷” মানুষের মধ্যে পালিত পশু দত্তক নেওয়ার প্রবণতা বাড়াতে ও পালিত পশুদের উদ্ধার করতে এবং মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে এই বিডা়ল পুলিশ অফিসারকে ব্যবহার করা হবে বলে মিচিগান পুলিশ সূত্রে জানা গেছে৷