পর পর দুটি ম্যাচে হলুদ কার্ড দেখেও ফাইনাল খেলবে এমবাপ্পে! কিন্তু কিভাবে ?
কলকাতা টাইমসঃ
সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে জয় পেলেও এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ফেলেছেন। এর ফলে এই পিএসজি তারকা ফাইনালে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে তার ভক্তদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের সেরা তারকা এমবাপ্পে। বিশ্বকাপে ইতোমধ্যেই তিনটি গোল করেছেন তিনি। আর বেলজিয়ামের বিরুদ্ধে গোল না পেলেও দুর্দান্ত খেলেছেন এই তারকা ফুটবলার। রবিবার মস্কোতে ইংল্যান্ড কিংবা ক্রোয়েশিয়ার সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স। কিন্তু দুটি হলুদ কার্ড দেখে ফেলার পরেও এমবাপ্পে সেই ম্যাচে খেলতে পারবেন।
ফিফার নিয়ম অনুযায়ী, সাধারণত দুটি হলুদ কার্ড দেখার পর এক ম্যাচের জন্য বহিষ্কার হওয়ার কথা এমবাপ্পের। সেক্ষেত্রে তার ফাইনালে খেলার কথা নয়। কিন্তু ফিফার এই নিয়ম আর মান্যতা পায় না যখন খেলা শেষ ধাপে চলে আসে। কারণ, সেমিফাইনালের পর্যায় শুরু হওয়ার পর ফিফা খেলোয়াড়দের আগের সব হলুদ কার্ড তুলে নেয়। এর কারণ কোনো খেলোয়াড় যাতে এত দূর আসার পর ফাইনাল মিস না করে। সেই কারণে টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখার পরও ফাইনালে দেখা যাবে এমবাপ্পেকে।