November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দীর্ঘ দুই দশক পর কাস্পিয়ান সাগর সমস্যা নিয়ে ঐতিহাসিক চুক্তি সাক্ষর করলো ৫ দেশ

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কাস্পিয়ান সাগরের আইনি অবস্থান নিয়ে ইরান, রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তান এক ঐতিহাসিক চুক্তিপত্রে সই করলো।

চুক্তিপত্রে সইয়ের অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কাজাখস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভ এবং তুর্কমেনিস্তানের গুরবাঙ্গুলি বারদিমুখামেদভ উপস্থিত ছিলেন।

কাজাখস্তানের বন্দরনগরী আকতাউয়ে রবিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই দশকেরও বেশি সময় ধরে আলোচনার পর অবশেষে কাস্পিয়ান সাগরের আইনি অবস্থান নিয়ে চুক্তি সই করা সম্ভব হলো। চুক্তিপত্রে সই করা দেশগুলো আসলে কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশ। ঠিক হয় কাস্পিয়ান সাগরের সম্পদের মালিক তারাই।

কনভনেশনে ২৪টি অনুচ্ছেদ রয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে এই সাগরে বাইরের কোনো দেশের সামরিক উপস্থিতি থাকতে পারবে না। এছাড়া, এই সাগর দিয়ে বাইরের কোনো দেশ কোনো সামরিক সরঞ্জাম পরিবহন করতে পারবে না। পাশাপাশি সদস্য দেশগুলোর কেউ তাদের নিজেদের কোনো সামরিক ঘাঁটি বাইরের কোনো দেশের কাছে হস্তান্তর করতে পারবে না।

 

Related Posts

Leave a Reply