সৌদি সফরে গিয়ে চরম অপমানিত হয়ে ফিরলেন পাকিস্তানের সেনাপ্রধান
কলকাতা টাইমসঃ
কাশ্মীর ইস্যুতে সৌদির সমর্থন আদায় করতে গিয়ে অপমানিত হয়ে ফিরতে হলো পাকিস্তান সেনাপ্রধানকে। পাকিস্তানের তরফে সৌদি সম্পর্কে সাম্প্রতিক মন্তব্যে দুই দেশের সম্পর্কের এতটাই অবনতি হয়েছে যে, রিয়াদে গিয়ে ক্ষমা চেয়েও কোনো দাক্ষিণ্য আদায় করতে পারলো না পাকিস্তান। জানা যাচ্ছে, পাক সেনাপ্রধান সৌদির উপ প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধান জেনারেল ফাইয়াদ বিন হামিদ আল-রওয়ালির সঙ্গে বৈঠক করতে পারলেও পাত্তা দেননি যুবরাজ সালমান।
এই মাসের শুরুতে কাশ্মীর ইস্যুতে সৌদি প্রভাবিত কাউন্সিলের বৈঠকের ব্যবস্থা সৌদিকে ছাড়াই করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি। সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানেরও বক্তব্য ছিলো, কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধাচারণ করছে না সৌদি। প্রসঙ্গত, গত সোমবার সৌদি সফরে যান পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। মঙ্গলবার তিনি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করতে চাইলে তাকে ফিরিয়ে দেন যুবরাজ।