ফের নতুন মরণঘাতী আতঙ্ক, কাওয়াসাকি’র গুঁতো ভারতে
কলকাতা টাইমস :
করোনাতেই নাজেহাল তার ওপর নতুন আতঙ্ক। এই নতুন আতঙ্কের খবর মিললো মুম্বাই শহরে। করোনা রোগীর শরীরে কাওয়াসাকি রোগের লক্ষণ এই প্রথমবার দেখা গেল ভারতে। করোনার প্রতিষেধক তৈরিতে রাত দিন গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানী ও চিকিৎসকরা। এরই মধ্যে করোনা রোগীর শরীরে অন্য রোগের লক্ষণ পাওয়া যাওয়ায় চিকিৎসক মহলে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে ৷
তবে এই রোগের কারণ এখনও চিকিৎসকরা জানেন না ৷ মূলত পাঁচ বছরের নীচের শিশুরা এই রোগে আক্রান্ত হয় ৷ এই রোগে মূলত জ্বর হয় ৷ সারা শরীরের ব্লাড ভেসেলগুলি সংক্রমিত হয়ে যায়৷ পাঁচদিন মতো এই জ্বর থাকে এবং কোনও ওষুধেই জ্বর কমে না ।
মুম্বইয়ের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি কিশোরের শরীরে অদ্ভুতভাবেই এই রোগের লক্ষণ দেখা দিয়েছে। প্রচণ্ড জ্বর তার সঙ্গে সারা শরীরে চাকা চাকা দাগ ফুটে উঠেছে ৷ সেই সাথে রয়েছে করোনা পজেটিভ। শরীরের অবস্থা বিবেচনা করে তাকে আইসিইউতে পাঠানো হয়েছে।
ভারতে এই কেস প্রথমবার পাওয়া গেলেও পৃথিবীর বিভিন্ন দেশে করোনার সঙ্গে কাওয়াসাকি-র সংক্রমণের ঘটনা এরমধ্যে পাওয়া গেছে ৷ এপ্রিল মাস নাগাদ যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি ও চীনে কম বয়সীদের মধ্যে করোনার সঙ্গে কাওয়াসাকির সংক্রমণ পাওয়া গিয়েছিল ৷ যুক্তরাষ্ট্রের একটি গবেষণা অনুযায়ী প্রায় ৫৮ টি এই ধরণের কেস পাওয়া গেছে ৷
বিশেষজ্ঞ চিকিৎসক তনু সিংঘল জানিয়েছেন, কাওয়াসাকির লক্ষণ দেখা গেলে শরীর দ্রুত খুব খারাপ হয়ে যায় ৷ এই ধরণের রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি না করলে বিপদ হতে পারে।
ব্রিটেনও এর আগে এপ্রিল -মে মাস নাগাদ করোনা ও কাওয়াসাকি সংক্রমণের ঘটনা ঘটেছে। ন্যাশানাল হেলথ সার্ভিস সেই সময় নিজেদের বিবৃতিতে জানিয়েছিল এই রোগে তীব্র জ্বর ও তার সঙ্গে প্রবল শ্বাসকষ্টের লক্ষণ দেখা যায়, চোখ লাল ও গলাতেও ছড়ায় সংক্রমণ ৷