September 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

তিব্বত নিয়ে ‘দুর্ভেদ্য দেওয়াল’ চেয়ে  নতুন কোন কৌশলের বার্তা আগ্রাসী চিনের

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ফের একবার তিব্বত নিয়ে রণহুঙ্কার দিতে শুরু করেছে বিস্তারবাদের নেশায় বুঁদ থাকা চিন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং কমিউনিস্ট পার্টির এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন তিব্বতে তিন বহু যুগ আগে যে অভিযান চালিয়ে ছিল, তা সেখানের মানুষকে মুক্তি দিতেই করা হয়। শি দাবি করেছেন, হিমালয়ের পাদদেশে থাকা তিব্বতের বিচ্ছন্নতাবাদের বিরুদ্ধে এবার চিন ‘দুর্ভেদ্য প্রাচীর’ গড়ে তুলতে চাইছে। পাশাপাশি তিনি দাবি করেন তিব্বতকে এবার নতুনভাবে নতুন সমাজভাবনা দিয়ে শাসন করা হবে।

শি শুধু তিবব্তের ওপরেই কর্তৃত্ব কায়েম করতে চাননি, তার সঙ্গে হিমালয় অঞ্চলের বৌদ্ধনীতিতে তাঁর আরোপিত পথ মেলাতে হবে বলে তিনি দাবি করেছেন। চিনের প্রেসিডেন্টের দাবি, বৌদ্ধ নীতিতে সমাজভাবনা যোগ করার পাশাপাশি, চিনের নীতিও যোগ করতে হবে। জিনপিংয়ের দাবি, তিব্বত নিয়ে এবার আলাদা করে সীমান্ত সুরক্ষা বাড়াতে চাইছে চিন। কোনও মূল্যেই তিব্বত সীমান্তকে হালকা রাখা হবে না বলে তিনি দাবি করেন। পাশপাশি ১৯৫০ সালের গোড়ায় তিব্বত নিয়ে তৎকালীন চিন যা করেছিল তা নিয়ে সাফাই দিয়েছেন জিনপিং। তাঁর দাবি সামন্ততান্ত্রিক ব্যবস্থা থেকে চিনকে মুক্তি দিতেই সেই সময় তিব্বতে যায় লালফৌজ। দলাই লামা , তিব্বত ও চিন ইতিহাস যদিও সাক্ষী রয়েছে কীভাবে লালফৌজের আক্রমণ থেকে বাঁচতে তিব্বতীয় সন্ন্যাসী দলাই লামা ভারতে আসতে বাধ্য হন। তিব্বত তার আগে পর্যন্ত সংঘাত দেখেনি। স্বাধীন তিব্বতে চিনের দখলদারি শুরু হতেই তিব্বত ঘিরে যাবতীয় রক্তক্ষয়ের সূত্রপাত হয়।

Related Posts

Leave a Reply