চালক এবং ইঞ্জিন ছাড়াই ১৩ কিলোমিটার এগিয়ে গেলো আহমেদাবাদ-পুরি এক্সপ্রেস !
নিউজ ডেস্কঃ
মনে হবে কোনও ভূতুড়ে ঘটনা। কোনও অশরীরী বুঝি ভর করেছে একটা গোটা ট্রেনকে। কারণ রাতের অন্ধকার ফুঁড়ে ছুটে চলেছে ট্রেন। কিন্তু সেই ট্রেনে না আছে কোনও ইঞ্জিন, না কোনও চালক। আর এই ভাবেই ১৩ কিলোমিটার গড়িয়ে গেল যাত্রীবোঝাই আহমেদাবাদ-পুরি এক্সপ্রেস।
শনিবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে উড়িষ্যার তিতলাগড় স্টেশনে। ওই স্টেশনে ট্রেনটির ইঞ্জিন বদলানো হচ্ছিল। ওই এলাকার জমি বেশ খানিকটা ঢালু। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মী স্কিড ব্রেক প্রয়োগ না করায় ট্রেনটি ঢাল বরাবর কেসিনগার দিকে গড়াতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর ট্রেনটি সময় মেনে চলছে না দেখে টনক নড়ে রেলকর্মীদের। দেখতে পেয়ে ট্রেন থামান রেলকর্মীরা। কিন্তু ততক্ষণে ট্রেনটি ১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, টিটলাগড় থেকে কেসিনগার দিক ঢালু। শান্টিং প্রক্রিয়ার সাথে যুক্ত রেলের দুই কর্মীকে আপাতত বরখাস্ত করা হয়েছে। ইস্ট কোস্ট রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন, ট্রেনটিকে থামানোর পর সেখানে ইঞ্জিন পাঠিয়ে দেওয়া হয়। সম্বলপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জয়দীপ গুপ্ত এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।