ব্যাগেই বিশ্ব রেকর্ড বিমান সেবিকার
কলকাতা টাইমস :
শখের কোন শেষ নেই। একেক মানুষের শখ একেক রকম। কেউ কেউ জিনিস সংগ্রহ করতে ভালবাসেন। কারো শখ ব্যাগ সংগ্রহ করা, কেউবা আবার সংগ্রহ করেন নানা দেশের নানা রকম মুদ্রা। খোঁজ পাওয়া গেল ভিন্ন ধাঁচের একজন সংগ্রহকারীর। জেমি চুয়ার নামে সিঙ্গাপুরের এক প্রাক্তন বিমানবালা প্রায় ১ কোটি ৬ লাখ মার্কিন ডলারের মূল্যের ব্যাগ সংগ্রহে রেখেছেন।
মূলত নামী দামি ব্র্যান্ডের ব্যাগ কেনাই তার প্রধান শখ। আর সেই শখের কারণে ব্যাগ কিনেই রীতিমত বিশ্ব রেকর্ড করে ফেলেন তিনি। দৃষ্টি নন্দন অথবা আকর্ষণীয় ব্যাগ কার না পছন্দ? তাই শপিংয়ে বের হয়ে একটু ভিন্নধর্মী রুচিশীল হ্যান্ড ব্যাগ দেখলেই সেটা কিনে ফেলতেন জেমি। বর্তমানে জেমির নিজের সংগ্রহশালায় সংগৃহীত প্রত্যেকটি ব্যাগের মূল্য আট হাজার ডলার থেকে প্রায় চল্লিশ হাজার ডলার পর্যন্ত। সংগ্রহ করা চমৎকার ব্যাগগুলোকে নিজের ওয়্যারড্রবে সাজিয়ে তিনি ইন্সটাগ্রামে একটি ছবি প্রকাশ করেন যা প্রচুর মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
প্রাক্তন এই বিমান বালা শখের বসে শুধু ব্যাগই সংগ্রহই করেন না, তিনি একাধারে একজন সমাজ কর্মী ও রূপ চর্চা বিষয়ক উদ্যোক্তাও।