পাকিস্তানের নিষেধাজ্ঞার জেরে ৬০ কোটি টাকা ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া
কলকাতা টাইমসঃ
বালাকোট হামলার পর ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান। যার ফলে ৬০ কোটি টাকা ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি জানিয়েছে, পশ্চিমের দেশগুলোতে যেতে গেলে এখন অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে। তাতে সময়ও বেশি লাগছে এবং খরচও বাড়ছে।
পাকিস্তানের আকাশ ব্যবহার করতে না পারার কারণে জ্বালানী ভরার জন্য এয়ার ইন্ডিয়ার ইউরোপগামী বিমানগুলোকে শারজা অথবা ভিয়েনায় অবতরণ করাতে হচ্ছে। যা খুবই ব্যয়সাপেক্ষ। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ধরনের প্রত্যেকটি অবতরণের জন্য গড়ে প্রায় ৫০ লক্ষ টাকা করে বাড়তি খরচ হচ্ছে তাঁদের।